BECPS

Jun 06, 2024

12:00 PM

অধ্যাপক সুলতানা বানু’র শ্রদ্ধায় স্মরণসভা

DECP

সুধী,
মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক (অবঃ) প্রথিতযশা মনোবিজ্ঞানী সুলতানা বানু গত ১২ মে ২০২৪ আমাদের ছেঁড়ে চিরতরে চলে গেছেন। প্রয়াত সুলতানা বানুকে শ্রদ্ধা নিবেদনের জন্য এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি সোস্যাইটি (বিইসিপিএস) আগামী ২৫ মে ২০২৪ শনিবার এক স্মরণসভার আয়োজন করেছে।
উক্ত সভায় আপনার উপস্থিতি আমাদের নিবেদনকে সম্পূর্ণ করবে।
তারিখ ও সময়ঃ ২৫ মে ২০২৪, দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত
স্থানঃ কক্ষ নং ৫০৪৩, ৫ম তলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

Subscribe Our Newsletter